তোমার জন্য লাল গোলাপ
-আমিনুর ইসলাম
তোমার জন্য লাল গোলাপ নিয়ে
চির দিন আমি থাকবো দারিয়ে |
যতো দিন না পায় তোমার দেখা
ততো দিন থাকবো দাড়িয়ে একা |
আমার গোলাপ চেয়ে আছে
তোমার ছোয়া পাবে বলে,
এক মিনিটে তোমার আদর
মনে হয় যে কতো বছর |
তোমার ছোয়া না পেলে
গোলাপটি যাবে শুকিয়ে,
অব শেষে ঝরে পড়বে
অনেক দুঃখ বুকে নিয়ে |
Post a Comment